মাত্র একটি মোবাইল ফোনের জন্য মুহুর্তে প্রাণ গেল চারজন তরতাজা যুবকের।

 মাত্র একটি মোবাইল ফোনের জন্য মুহুর্তে প্রাণ গেল চারজন তরতাজা যুবকের।


 


এমন মর্মান্তিক ঘটনা দেশে এটাই প্রথম হয়তো। এর আগে এমন ঘটনা ঘটেছে বলে আমার মনে হয়না। আসলেই ঘটনাটি হৃদয়বিদারক । এমন মৃত্যু কারো জন্য কাম্য নয়।


ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের শ্রমিক লাইনে। নিহত ৪ জনই চা শ্রমিকের সন্তান ছিলেন।


জানা যায়, বৃহস্পতিবার সকালে নিজের ব্যবহৃত মোবাইল ফোন টি একটা পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যায়। তিন বন্ধুকে সাথে নিয়ে গর্ত থেকে মোবাইল টি তুলতে যান রানা নায়েক (১৭)।

গর্তের নিচে নামার পর সে অচেতন হয়ে যায়, আর উপরে উঠতে পারেননি।


বন্ধু শ্রাবন নায়েক (১৯) ভেবেছিলো সে পড়ে গেছে, বা অসুস্থ হয়ে গেছে। তাই উদ্ধার করতে গিয়ে সে ও নিচে নামে, সে নিচে নামার পর তারও একি পরিনতি ঘটে, এরকম একেক করে কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭) নিচে নামে আর ফিরে আসেনি কেউ, বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মুহূর্তে ৪ জন যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে শোকের মাতম।

(4/5)